সিরাজগঞ্জ পৌর এলাকার মাসুমপুর মহল্লায় অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। ঈদুল ফিতর উপলক্ষে সোমবার দুপুরের দিকে এ সামগ্রী বিতরণ করেন ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফোরাম (আইডিএফ)।
পিয়াসা মহিলা সংস্থার আয়োজনে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ওই ফোরামের নির্বাহী পরিচালক এস.এম.শফিউল আযম, মিডিয়া ডিপার্টমেন্টের ক্রিয়েটিভ ডিরেক্টর সেলিম মাহমুদ স্বপন।
বক্তারা বলেন, আমাদের এ উদ্যোগে আপনাদের সকলকে সামর্থ অনুযায়ী শরীক হওয়ার জন্য উদাত্ত আহবান জানাচ্ছি। আপনাদের আন্তরিক সহযোগিতায় অসহায় দুঃস্থদের মুখে হাঁসি ফুটবে এবং কাঙ্খিত লক্ষ্য অর্জনে সহায়ক ভূমিকা রাখবে। এ সময় ওই ফোরামের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।