ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ঈশ্বরগঞ্জে মাসব্যাপী কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা সম্পন্ন

ঈশ্বরগঞ্জে মাসব্যাপী কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা সম্পন্ন

পবিত্র মাহে রমজান উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন জনতার ঈশ্বরগঞ্জের উদ্যোগে মাসব্যাপী কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পর ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) বাদ জোহর ঈশ্বরগঞ্জ পৌর এলাকার থানা রোডে উসওয়াতুল কুরআন হিফজ মাদ্রাসায় এ কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

জানা যায়, প্রথম রমজান থেকে প্রতিযোগিতা শুরু হয়ে চলে ২০ রমজান পর্যন্ত। এতে উপজেলা ও উপজেলার বাইরে থেকে ভিডিও ভিত্তিক কুরআন তেলাওয়াত করে তা জনতার ঈশ্বরগঞ্জ সংগঠনের ফেইসবুক পেইজে পোস্ট করে প্রায় ৩৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। তাদের মধ্য থেকে ১০ জন প্রতিযোগীকে নিয়ে মঙ্গলবার উপজেলার উসওয়াতুল কুরআন হিফজ মাদ্রাসার হল রুমে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এর আগে পুরো মাসব্যাপী তিনজন বিচারক এই কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। তারা হলেন- হাফেজ মাও. মাহফুজুর রহমান তাসিন, হাফেজ মো. দেলোয়ার হোসেন, মাওলানা সাইফুল ইসলাম মাদানি।

অনুষ্ঠানে জনতার ঈশ্বরগঞ্জ স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা ও ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমানের সভাপতিত্বে ও জনতার ঈশ্বরগঞ্জ সংগঠনের মডারেটর সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জামিয়া গাফুরিয়া ইসলামপুর মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মাওঃ মুফতী মাহমুদুল হক আজিজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উসওয়াতুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার পরিচালক হাফেজ ক্বারী সাইদুর রহমান, ইসলামি আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিব উল্লাহ।

এসময় আরও উপস্থিত ছিলেন জনতার ঈশ্বরগঞ্জ গ্রুপের প্রতিষ্ঠাতা এহছানুল হক, মডারেটর আরিফুল হক, সাখাওয়াত হোসেন, জুনাঈদ হাসান, মো. মাসুমসহ জনতার ঈশ্বরগঞ্জ সংগঠনের এডমিন, মডারেটর ও সদস্যরা। অনুষ্ঠান শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান বিজয়ীসহ সেরা দশ বিজয়ীর মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

কোরআন,প্রতিযোগিতা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত