ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

২ হাজার নারীকে ঈদবস্ত্র হিসেবে শাড়ি ও নগদ টাকা দিলেন এমপি জাফর

২ হাজার নারীকে ঈদবস্ত্র হিসেবে শাড়ি ও নগদ টাকা দিলেন এমপি জাফর

রমজানের ঈদ উপলক্ষে গরীব, অসহায়, দরিদ্রসহ দুঃস্থ ২ হাজার নারীকে ঈদবস্ত্র বিতরণ করেছেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ। একইসাথে প্রত্যেক নারীকে নগদ ৫'শ টাকা করেও প্রদান করা হয়।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল সাতটা থেকে দুপুর পর্যন্ত এমপি জাফর আলমের চকরিয়া পৌরসভার পালাকাটাস্থ নিজ বাড়ির উঠানে ঈদবস্ত্র হিসেবে একটি করে শাড়ি ও নগদ ৫'শ টাকা বিতরণ করা হয় ২ হাজার নারীকে।

এমপির ব্যক্তিগত সহকারি আমিন চৌধুরী জানান, এমপি জাফর আলম মহোদয় চকরিয়া ও পেকুয়া উপজেলার প্রত্যন্ত এলাকার অসহায়, গরীবসহ সর্বসাধারণের মাঝে ঈদ উপহার দিয়ে থাকেন। এবারও এর ব্যতিক্রম হয়নি। এবার দুই উপজেলার ২ হাজার নারীকে একটি করে শাড়ি এবং নগদ ৫'শ টাকা করে বিতরণ করা হয়েছে মঙ্গলবার ভোর থেকে দুপুর পর্যন্ত।

সহকারি আমিন চৌধুরী আরও জানান, রমজানের শুরু থেকেই এই পর্যন্ত অসংখ্য গরীব ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রীও বিতরণ করা হয়। যাতে রমজানে কাউকে না খেয়ে থাকতে হয়। এমপি মহোদয়ের এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে।

নারী,ঈদবস্ত্র,বিতরণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত