সিরাজগঞ্জের সলঙ্গা থানার রাধানগর এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২’র সদস্যরা। তারা হলেন- গাজীপুর সিটি কর্পোরেশনের ৩নং বারেন্ডা ওয়ার্ডের সিরাজুল ইসলামের ছেলে নবী চাঁন হৃদয় (৩৩), ৫নং ওয়াডের্র সুরাবাড়ী মহল্লার ইব্রাহিম হোসেনের ছেলে মনিজ্জামান মিঠু (৩২) ও দিনাজপুর সদর উপজেলার ৮নং সঙ্গরপুর ওয়ার্ডের বড় মনিপুর মহল্লার খতিম উদ্দিনের ছেলে কামরুজ্জামান লিটন (২৮)। র্যাব-১২’র লেফটেন্যান্ট কমান্ডার বিএন কোম্পানী কমান্ডার মোঃ আবুল হাসেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ১৯৫ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল জব্দ করা হয় হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।