‘আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাবো স্বপ্ন নিয়ে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জে বাল্য বিবাহ প্রতিরোধে সিভিল সোসাইটির সাথে বাল্য বিবাহ নিরোধকল্পে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় ঢাকা আহছানিয়া মিশনের আয়োজনে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন ও প্ল্যাান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগীতায় জেলা প্রশাসকের সভাকক্ষে কর্মশালায় বাল্য বিয়ে রোধে ও বাল্য বিয়ে কুফল নিয়ে সিভিল সোসাইটির করনীয় নিয়ে আলোচনা করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলু রায়।ঢাকা আহছানিয়া মিশনের জেলা সমন্বয়কারী তপন কুমার সরকারের সঞ্চালনায় এসময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী কমিশনার সৈয়দা ইয়াসমিন সুলতানা, জেলা তথ্য কর্মকর্তা .দীপক দাস,দৈনিক মুন্সীগঞ্জের খবরের সম্পাদক এ্যাড. সোহানা তাহমিনা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আলেয়া ফেরদৌসী,জেলা মহিলা আওয়ামী লীগের সম্পাদিকা এ্যাড. সামসুনাহার শিল্পি, কাউন্সিলর নার্গিস আক্তার। এছাড়াও সাংবাদিক, কাজী, পুরহিত, শিক্ষকসহ নানা শ্রেনীপেশার মানুষ।