সিরাজগঞ্জের রায়গঞ্জে ড্রাইভিং লাইসেন্স না থাকায় ১২ জন মোটরসাইকেল চালককে ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ জরিমানা করেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৃপ্তি কণা মন্ডল।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঈদের তৃতীয় দিন (সোমবার) দুপুরের দিকে উপজেলা সদর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ অভিযানে মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ১২ জনকে উল্লেখিত টাকা জরিমানা করা হয়েছে। এ সময় পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।