ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে লাইসেন্স না থাকায় ১২ মোটরসাইকেল চালকের জরিমানা

সিরাজগঞ্জে লাইসেন্স না থাকায় ১২ মোটরসাইকেল চালকের জরিমানা

সিরাজগঞ্জের রায়গঞ্জে ড্রাইভিং লাইসেন্স না থাকায় ১২ জন মোটরসাইকেল চালককে ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ জরিমানা করেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৃপ্তি কণা মন্ডল।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঈদের তৃতীয় দিন (সোমবার) দুপুরের দিকে উপজেলা সদর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ অভিযানে মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ১২ জনকে উল্লেখিত টাকা জরিমানা করা হয়েছে। এ সময় পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।

মোটরসাইকেল,চালক,জরিমানা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত