সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে যুবক শওকত সরকার (৩০) নিখোঁজ হয়েছে। সে ওই উপজেলার বিনানই গ্রামের শাহনূর সরকারের ছেলে। চৌহালী থানার ওসি হারুনর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, সোমবার রাতে ওই যুবক ভাই ও ভাতিজার সাথে বাড়ির পাশে যমুনা নদীতে মাছ ধরতে যায়। মঙ্গলবার ভোর রাতে মাছ ধরে বাড়ি ফেরার পথে নৌকা থেকে পড়ে সে নদীতে ডুবে যায়। জাল দিয়ে কয়েক ঘণ্টা নদীর বিভিন্ন স্থানে বহু খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সকাল থেকে ওই নদীতে নিখোঁজ যুবককে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে এবং এখনও ওই যুবকের সন্ধান মেলেনি।
এদিকে, এ ঘটনায় যমুনার পাড়ে পরিবারসহ এলাকার বহু নারী পুরুষ আহাজারি করছে। তবে রাজশাহীর ডুবুরি দল উদ্ধার অভিযানে অংশ নিতে পারে বলে তিনি উল্লেখ করেন।