ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার 

সিরাজগঞ্জে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার 

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জটিবাড়ী গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আলী আশরাফকে (৩৪) গ্রেফতার করেছে র‌্যাব-১২’র সদস্যরা। সে ওই গ্রামের আব্দুল হালিম মন্ডলের ছেলে। র‌্যাব-১২’র লেফটেন্যান্ট কমান্ডার বিএন কোম্পানী কমান্ডার মোঃ আবুল হাসেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ওই গ্রামে অভিযান চালিয়ে ৯৫ পিচ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

মাদক,ব্যবসায়ী,গ্রেফতার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত