ঢাকা ০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ভাতিজার হাতে চাচা খুনের মামলায় ৪ জন গ্রেফতার

সিরাজগঞ্জে ভাতিজার হাতে চাচা খুনের মামলায় ৪ জন গ্রেফতার

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সালদাইড় গ্রামে ভাতিজার হাতে চাচা সাইফুল ইসলাম (৫০) খুনের মামলায় প্রধান আসামীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- ওই গ্রামের মনিরুল ইসলাম (৩৫), আনিসুর রহমান (৩২), জয়েন উদ্দিন (৩৩) ও মোবারক হোসেন (৩০)। বেলকুচি থানার ওসি আসলাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, তুচ্ছ ঘটনা নিয়ে চাচা-ভাতিজার মধ্যে বিরোধ চলে আসছিল কয়েকদিন ধরে। এর জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় নিহত সাইফুলের স্ত্রী জোসনা খাতুনকে বেধরক মারপিট করে ভাতিজা মনিরুল ও তার পরিবারের লোকজন। পরে ভাতিজা মনিরুলের নেতৃত্বে পরিবারের লোকজন বাড়িতে এনে চাচাকে বেদম মারধর করে এবং রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে স্থাানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় নেয়ার পরামর্শ দেন। বুধবার দুপুরের দিকে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান।

এ ঘটনায় পুলিশ ওইদিন রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে নিহতের স্ত্রী জোছনা বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। বৃহস্পতিবার ভোর রাতে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী মনিরুলসহ ৪ জনকে গ্রেফতার করে।

খুন,মামলা,গ্রেফতার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত