সিরাজগঞ্জে বর্জ্রপাতে দুই কৃষকের মৃত্যু

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৩, ১৯:২৯ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ সদর উপজেলার বাগডুমুর গ্রামে ধান কাটতে গিয়ে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু হয়েছে। তারা হলো, ওই গ্রামের কৃষক মালেক (৫০) ও সোলেমান (৪২)। এ ঘটনায় এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমেছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে উত্তর পশ্চিম কোন থেকে উঠে আসে কাল বৈশাখী ঝড়ো হাওয়া। সেইসাথে শুরু হয় কালো মেঘের তর্জন-গর্জন ও বৃষ্টিপাত শুরু হয়। এসময় ওই দুই কৃষক মাঠে ধান কাটছিল। মাঠে ধান কাটার সময় বজ্রপাতে ওই দুই কৃষক ঘটনাস্থলেই মারা যায়। সোলেমান কৃষক মালেকের দিনমজুর হিসেবে কাজ করছিল।

স্থানীয়রা তাদের উদ্ধার করে লাশ গ্রামের বাড়ি নেয়। এ সময় এক হৃদয় বিদায়ক দৃশ্যর অবতরণ ঘটে। এদিকে এ মর্মান্তিক মৃত্যুতে দিনমজুর সোলায়মানের পরিবারকে সহযোগীতা করা হবে বলে তিনি উল্লেখ করেন।