চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট ওভার ব্রিজ এলাকায় টায়ারের গুদামে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। শনিবার বেলা ১টার দিকে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিটের কর্মীরা কাজ শুরু করে।
এদিন দুপুর আড়াইটার দিকে টানা দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের কারণে ঢাকা-চট্টগ্রাম রেলপথে বন্ধ থাকা ট্রেন চলাচল আবার শুরু হয়। তবে ট্রেন চলাচল সিডিউল কিছুটা বিঘ্নিত হয়েছে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক বলেন, কি কারণে আগুন লেগেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ক্ষতির পরিমাণ নিরুপন করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করেছে। দুপুর আড়াইটায় আগুন নিয়ন্ত্রনে আসে।
রেলওয়ের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তারা জানান, টায়ারের গুদামটি চট্টগ্রাম রেল স্টেশনের কাছে ঢাকা-চট্টগ্রাম রেললাইনে। সেখানে অগ্নিকাণ্ড সংগঠিত হওয়ায় নিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচল সাময়িক বন্ধ রাখা হয়। এ সময় ঢাকা থেকে চট্টগ্রামমুখী সোনার বাংলা এক্সপ্রেস চট্টগ্রাম স্টেশনে প্রবেশ করার কথা ছিল। কিন্তু ট্রেনটিকে স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে চট্টগ্রাম জংশন কেবিনে দাঁড় করিয়ে রাখা হয়। এ ছাড়া চট্টগ্রাম থেকে ঢাকামুখী মহানগর এক্সপ্রেস ও ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস স্টেশনে দাড় করিয়ে রাখা হয়েছিল। আগুন নির্বাপনের পর পরই ট্রেনগুলো গন্তব্যের দিকে রওয়ানা দেয়।