নকলায় এসএসসি ও সমমান পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৩৫
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৩, ১৯:০৩ | অনলাইন সংস্করণ
নকলা (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নকলায় ৫টি কেন্দ্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও সমমানের প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে শুরু হয়েছে। এদিন এসএসসি ও দাখিল পরীক্ষায় উপজেলার ৩ হাজার ৫১৯ জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম পরীক্ষায় ৩৫ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেনি। প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিতিদের মধ্যে এসএসসি পরীক্ষার্থী ১৯ জন এবং দাখিল পরীক্ষার্থী ১৬ জন।
কেন্দ্র সূত্রে জানা গেছে, রবিবার (৩০ এপ্রিল) উপজেলার ৪টি কেন্দ্রে মোট ২,৮৮৫ জন এসএসসি পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ১৯ জন এবং ৬২৫ জন দাখিল পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ১৬ জন।
নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের (১৮৮) সচিব মো. উমর ফারুক জানান, তার নিয়ন্ত্রনাধীন নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র প্রথম দিনে পরীক্ষার্থী সংখ্যা ছিলো ১,৩৯৯ জন, এরমধ্যে অনুপস্থিত ছিলো ৬ জন।
গৌড়দ্বার বি.এল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের (১৮৯) সচিব ইউসুফ আলী খান জানান, তার নিয়ন্ত্রনাধীন গৌড়দ্বার বি.এল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থী সংখ্যা ছিলো ৪৮৪ জন, এরমধ্যে অনুপস্থিত ছিলো ৮ জন।
গনপদ্দী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের (১৯০) সচিব মো. নাজমুল ইসলাম জানান, তার নিয়ন্ত্রনাধীন গনপদ্দী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থী সংখ্যা ছিলো ৫৫২ জন, এরমধ্যে অনুপস্থিত ছিলো ৩ জন।
চন্দ্রকোনা রাজলহ্মী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের (৩৩২) সচিব রফিকুল ইসলাম জানান, তার নিয়ন্ত্রনাধীন চন্দ্রকোনা রাজলহ্মী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থী সংখ্যা ছিলো ৪৫০ জন, এর মধ্যে অনুপস্থিত ছিল ২ জন।
এছাড়া দাখিল পরীক্ষার্থীর জন্য উপজেলার একমাত্র কেন্দ্রের (২৪৩) সচিব মাওলানা মো. আজিজুল ইসলাম জানান, তার নিয়ন্ত্রনাধীন নকলা শাহরিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে মোট পরীক্ষার্থী সংখ্যা ছিলো ৬২৫ জন, এরমধ্যে অনুপস্থিত ছিলো ১৬ জন।
সকল কেন্দ্রের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটগন দায়িত্ব পালন করেন। এছাড়া দায়িত্বপ্রাপ্ত জেলা-উপজেলার উর্ধ্বতন কর্মকর্তাগণ কেন্দ্র পরিদর্শন করেছেন।