ঢাকা ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ট্রাকচাপায় শিশু নিহত 

সিরাজগঞ্জে ট্রাকচাপায় শিশু নিহত 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার মহাসড়কের ষোল মাইল এলাকায় ট্রাকচাপায় শিশু মাহিম (৯) নিহত হয়েছে। সে ওই উপজেলার সেনগাঁতী গ্রামের আসলাম আকন্দের ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উক্ত এলাকার পাশেই শিশু মাহিমের বাবার একটি খাবারের দোকান আছে। সোমবার (১ মে) সকালে ওই দোকানে যাওয়ার জন্য শিশুটি রাস্তা পার হচ্ছিল। এ সময় ঢাকা থেকে বগুড়া অভিমুখি একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাকটি জব্দ করেছে। নিহত শিশুর লাশ উদ্ধার করে এবং কোন অভিযোগ না থাকায় তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

ট্রাকচাপা,শিশু,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত