ঢাকা ০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নারীসহ নিহত ৩

সিরাজগঞ্জে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নারীসহ নিহত ৩

সিরাজগঞ্জের সলঙ্গায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখী সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অ্যাম্বুলেন্স চালক লাল মিয়া (৪৫)।

সোমবার (১ মে) বিকেল ৫টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ঘুড়কা জোড়াব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজনই অ্যাম্বুলেন্সের যাত্রী।

নিহতরা হলেন, পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার লক্ষীর হাট গ্রামের মানিক উদ্দিনের ছেলে মশিউর রহমান (৪০), তার ভাই মোস্তাফিজুর রহমানের স্ত্রী রানু আক্তার (২২) ও একই এলাকার আব্দুল বাতেন (৪০)।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, অসুস্থ মোস্তাফিজুর রহমানকে নিয়ে অ্যাম্বুলেন্স যোগে ঢাকা যাচ্ছিলেন তার স্ত্রী, ভাই ও আত্মীয়রা। এ সময় তারা ঘুড়কা জোড়া ব্রিজ এলাকায় এসে দূর্ঘটনার কবলে পড়ে। অসুস্থ মোস্তাফিজুর দূর্ঘটনায় তেমন আহত না হলেও তার স্ত্রী, ভাই ও আরেকজন নিকটাত্মীয় মারা গেছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অ্যাম্বুলেন্স চালক। তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জ,সংঘর্ষ,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত