ঢাকা ০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে নানা আয়োজনে মহান মে দিবস পালিত

সিরাজগঞ্জে নানা আয়োজনে মহান মে দিবস পালিত

সিরাজগঞ্জে নানা আয়োজনের মধ্যে দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এ প্রতিপাদ্যকে এ দিবস পালিত হয়েছে।

সোমবার সকালে জেলা প্রশাসন ও শ্রম কল্যাণ কেন্দ্র, শ্রম অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ.কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে শ্রমিক নেতারা র‌্যালি ও আলোচনা সভায় অংশ গ্রহণ করে।

এ আলোচনা সভায় বক্তব্য রাখেন, স্থাানীয় এমপি অধ্যাপক ডা: মো: হাবিবে মিল্লাত মুন্না, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহাবুবুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হান্নান মিয়া, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিটন, সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, ট্রাক ও ক্যাভাট ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আসলাম হোসেন, সাধারণ সম্পাদক নামদার হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, ১৮৮৬ সালে শ্রমিকরা তাদের বেতন ভাতা নিয়ে যে আন্দোলনের স‚চনা করেছিলেন, তা আজও থামেনি। শ্রমিকদের অধিকার আদায় হয়নি। এখনও শ্রমিকদের ১৫ থেকে ১৬ ঘন্টা কাজ করতে হয়। অতিরিক্ত সময় কাজ করায় কিন্তু পারিশ্রমিক দেয়া হয় না। মালিকদের দালালরা আমাদের প্রতিবাদের কণ্ঠ চেপে ধরেছে। আজ শ্রমজীবি মানুষের যে প্রস্তুতি তা বেঁচে থাকার জন্য। শ্রমিক হত্যার বিচার হয় না। শ্রমিকদের অধিকার আদায়ে সকলকে সো”চার হতে হবে। এ মহান মে দিবস উপলক্ষে সকল শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ র‌্যালিতে অংশ গ্রহন করেন।

সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত