মির্জাপুরে নতুন ইউএনও শাকিলার যোগদান
প্রকাশ : ০২ মে ২০২৩, ১১:৫৬ | অনলাইন সংস্করণ
মিনহাজ উদ্দিন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে শাকিলা বিনতে মতিন যোগদান করেছেন। রোববার (৩০ এপ্রিল) সন্ধ্যা সোয়া সাতটার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি বিদায়ী ইউএনও মো. হাফিজুর রহমানের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।
এর আগে বিকেলে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত বিদায় ও বরণ অনুষ্ঠানেও যোগ দেন তারা। এসময় সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল, ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মো. ফরিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহমিনা জাহান, মির্জাপুর পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা শহীদুর রহমান শহিদ, পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোশারফ হোসেন মনি, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলকসহ রাজনৈতিক দলের নেতৃবৃৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বাসিন্দা শাকিলা বিনতে মতিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ কল্যাণ বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ৩৪ তম বিসিএসে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগদান করেন। তাঁর স্বামী হোসাইন মোহাম্মদ হাই জকি ঢাকার ধামরাই উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত আছেন।
ইউএনও শাকিলা বিনতে মতিন এর আগে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার, একই জেলার বোয়ালমারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি), ঢাকার কোতুয়ালীর সহকারী কমিশনার (ভূমি) ও ঢাকা বিআরটি এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন।