ঢাকা ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ প্রকল্পের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা সভা

গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ প্রকল্পের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা সভা

গোপালগঞ্জে প্রশাসন ও এনজিও প্রতিনিধিদের নিয়ে বাংলাদেশে বাল্যবিবাহ প্রতিরোধ প্রকল্পের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগীতায় ঢাকা আহছানিয়া মিশন এ কর্মশালার আয়োজন করে।

রোববার (৩০ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) মো: জোবায়ের আহমেদ ও ঢাকা আহছানিয়া মিশনের জেলা সমন্বয়ক কবির উদ্দিন বক্তব্য রাখেন।

এ কর্মশালায় গোপালগঞ্জে কর্মরত এনজিও প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ অংশ নেন। কর্মশালায় বাল্যবিবাহের কারণ, বাল্যবিবাহ নিরোধ আইন, বাল্যবিবাহ নিরোধ বিধি, বাল্যবিবাহ প্রতিরোধ কার্যক্রমের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বাল্যবিবাহ,প্রতিরোধ,পর্যালোচনা সভা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত