ঢাকা ০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে নিখোঁজের পর যমুনা থেকে বাবা-ছেলের লাশ উদ্ধার

সিরাজগঞ্জে নিখোঁজের পর যমুনা থেকে বাবা-ছেলের লাশ উদ্ধার

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনা নদীর ভেটুয়া দক্ষিণ ঘাট এলাকা থেকে বাবা ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের পর বাবা ছেলের লাশ উদ্ধারে এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমেছে।

নিহতরা হলেন- ওই উপজেলার সিন্দুর আটা গ্রামের শহীদ তালুকদারের ছেলে সাবেক মেম্বর রিপন তালুকদার (৪২) ও তার ছেলে আশিক বাবু (১৩)। কাজিপুর থানার ওসি শ্যামল কুমার দত্ত এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, রোববার (৩০ এপ্রিল) দুপুরে ছেলেকে নিয়ে শ্বশুরবাড়ি নিশ্চিন্তপুর ইউনিয়নের ডিগ্রি দোরতা গ্রামে যাওয়ার জন্য নৌকাযোগে রওনা হন সাবেক মেম্বার রিপন তালুকদার। ওইদিন সন্ধ্যার পর থেকেই রিপনের ফোন নম্বর বন্ধ পাওয়া যয়। যমুনার ওই ঘাটে এসে তাদের জুতো ও অন্যান্য জিনিসপত্র ভাসতে দেখে স্থানীয়রা। পরদিন সোমবার (১ মে) সন্ধ্যায় রিপন তালুকদারের লাশ ভেসে ওঠে এবং মঙ্গলবার (২ মে) সকালে তার ছেলে আশিকের লাশ ভেসে ওঠে।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা এখনও জানা যায়নি।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

যমুনা নদী,লাশ উদ্ধার,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত