সিরাজগঞ্জের তাড়াশে চাঁদার টাকা না পেয়ে যুবক জুয়েল রানাকে (১৮) বাড়ি থেকে তুুলে নিয়ে গাছের সাথে ঝুলিয়ে নির্যাতন করা হয়েছে। নির্যাতিত যুবক তাড়াশ উপজেলার নওখাদা গ্রামের হাসিনুর রহমানের ছেলে। ইতিমধ্যেই এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় স্থাানীয় ইউপি সদস্য সুজন সরদারকে গ্রেফতার করেছে পুলিশ।
তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, তাড়াশ উপজেলার সগুনা ইউপি সদস্য সুজন সরদার তিন মাস ধরে জুয়েলের কাছে চাঁদা দাবি করে আসছে। রোববার রাতে আবারো চাঁদা দাবি করলে জুয়েল এ চাঁদা দিতে অস্বীকার করে। পরে স্থাানীয় ইউপি সদস্যর নির্দেশে তাকে বাড়ি থেকে তুলে এনে গাছের সাথে ঝুলিয়ে মারপিট করা হয়েছে। এ ঘটনার ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ব্যাপারে সোমবার বিকেলে তার বাবা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। ওইদিন রাতেই অভিযান চালিয়ে ওই ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।