ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বেগমগঞ্জে ফসলি জমি রক্ষায় ভ্রাম্যমান আদালতের অভিযান

বেগমগঞ্জে ফসলি জমি রক্ষায় ভ্রাম্যমান আদালতের অভিযান

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ফসলি জমি রক্ষায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ বিকেলে উপজেলার রসুলপুরে এই অভিযান চালান বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনর (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত।

আদালত সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ফসলি জমি থেকে রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রশিদের হোসনা ব্রিক ফিল্ডের জন্য অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ এ অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।

এসময় অবৈধভাবে মাটি কাটার অপরাধে হোসনা ব্রিক ফিল্ডের ম্যানেজার রবিন ইসলামের কাছ থেকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও ভবিষ্যতে এমন অপরাধের পুনরাবৃত্তি করবে না মর্মে মুচলেকা গ্রহণ করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনর(ভুমি) আসিফ আল জিনাত জানান, ফসলি জমি রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে।

নোয়াখালী,বেগমগঞ্জ,জমি,ভ্রাম্যমান আদালত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত