বেগমগঞ্জে ফসলি জমি রক্ষায় ভ্রাম্যমান আদালতের অভিযান

প্রকাশ : ০২ মে ২০২৩, ১৯:২১ | অনলাইন সংস্করণ

  নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ফসলি জমি রক্ষায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ বিকেলে উপজেলার রসুলপুরে এই অভিযান চালান বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনর (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত। 

আদালত সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ফসলি জমি থেকে রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রশিদের হোসনা ব্রিক ফিল্ডের জন্য অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ এ অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। 

এসময় অবৈধভাবে মাটি কাটার অপরাধে হোসনা ব্রিক ফিল্ডের ম্যানেজার রবিন ইসলামের কাছ থেকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও ভবিষ্যতে এমন অপরাধের পুনরাবৃত্তি করবে না মর্মে মুচলেকা গ্রহণ করা হয়। 

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনর(ভুমি) আসিফ আল জিনাত জানান, ফসলি জমি রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে।