ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বেনাপোলে মায়ের ওপর অভিমান করে এসএসসি পরিক্ষার্থীর আত্মহত্যা  

বেনাপোলে মায়ের ওপর অভিমান করে এসএসসি পরিক্ষার্থীর আত্মহত্যা  

যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্টথানার বালুন্ডা গ্রামের জেলে পাড়ায় তন্বী মন্ডল (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। সে বালুন্ডা গ্রামের জেলে পাড়ার শ্রী রাম মন্ডলের কন্যা।

মঙ্গলবার (২ মে) রাতে নিজ বাড়ির ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বই পড়ার সময় মোবাইল ব্যবহার করছিলো বলে তার মা শ্রীমতি বিলাসী রানী বকাঝকা করে। এতে সে মায়ের ওপর অভিমান করে আত্মহত্যা করেছে। তন্বী মন্ডলের মা ভোরে ঘুম থেকে উঠে জানালা দিয়ে ঘরের মধ্যে ফ্যানের সাথে মেয়েকে ঝুলতে দেখেন। এরপর পরিবারের লোকজনসহ প্রতিবেশিকে ডাকাডাকি করে লাশ নিচে নামায়।

বেনাপোল পোর্টথানার (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, বালুন্ডা গ্রাম থেকে তন্বী মন্ডল (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। ময়নাতদন্তের জন্য লাশ যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

অভিমান,পরীক্ষার্থী,আত্মহত্যা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত