শ্রীপুরে কৃষকদের সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত

প্রকাশ : ০৩ মে ২০২৩, ১৮:২৯ | অনলাইন সংস্করণ

  শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রোগ্রাম (এনএটিপি-২) এর আওতায় সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৩ মে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়। 

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমাইয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ডিএই এর উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ডিএই এর প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার ওয়াহিদুল আবরার, উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার হুমায়ুন কবীর প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের সিআইজি ৯০টি কৃষক সংগঠনের সভাপতি ও সম্পাদকসহ ১৫০জন কৃষক এ সিআইজি কংগ্রেসে অংশগ্রহণ করেন।