হালুয়াঘাটে হাতির আক্রমনে পল্লী চিকিৎসকের মৃত্যু

প্রকাশ : ০৩ মে ২০২৩, ১৯:২৫ | অনলাইন সংস্করণ

  হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

ভারতীয় বুনো হাতির আক্রমনে  প্রাণ গেল এক পল্লী চিকিৎসক। নিহত পল্লী চিকিৎসক ইদ্রিস মিয়া (৫৩)। সে হালুয়াঘাট উপজেলার গাজিরভিটা ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের মৃত তৈমুর রহমানের পুত্র। 

মঙ্গলবার রাতে খাবারের সন্ধ্যানে বাংলাদেশ সীমান্তে আসে ভারতীয় বুনো হাতির একটি দল। ফসলি ক্ষতি রোধ করতে হাতি তাড়ানোর উদ্দেশ্যে কিছু সংখ্যক মানুষ মশাল, পটকা নিয়ে হাতিগুলোকে ধাওয়া দেয়। এসময় ইদ্রিস আলী হাতির তারা খেয়ে দৌড় দিয়ে মাটিতে পরে যায় এবং হাতির আক্রমনের শিকার হয়।

স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাড়িতে যাওয়ার পর তার মৃত্যু হয়। খবর শুনে ঘটনাস্থলে হালুয়াঘাট থানা পুলিশ উপস্থিত হয়। 

ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, আমরা মানুষকে বার বার সতর্ক করার পরেও মানুষ সতর্ক হচ্ছেনা। সরকারি ভাবে ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে।