নোয়াখালীতে বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি

প্রকাশ : ০৩ মে ২০২৩, ২০:১৩ | অনলাইন সংস্করণ

  নোয়াখালী প্রতিনিধি

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস (ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে) উপলক্ষে সারাদেশের মতো নোয়াখালীতে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে বেগমগঞ্জ চৌরাস্তা  ৭১ জাদুঘর চত্বরে হল রুমে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বকতিয়ার শিকদার,উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন মাসুদ, কৃষক দলের কেন্দ্রীয় কমিটিরযুগ্ম সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল বাকি, সামসুল হাসান মিরন, নাসির উদ্দিন বাদল, গোলাম মহি উদিন নসু, নোয়াখালী টিভি সাংবাদিক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মানিক ভূইয়া, লায়ন বোরহান উদ্দিন, এএস এম রেজোয়ান, ভুটু কুরী, মোজামেল হোসেন কামাল, আকাশ মো: জসিম, এমবি আলম, চৌমুহনী কলেজের এজিএস মো: হানিফ, ভিপি  মোসবাহ উদ্দিন  টুটুল, জুয়েল রানা লিটন, মোজাম্মেল হোসেন, ফারুক হোসেন, নোমান খসরু, বেলাল ভূঁইয়া, আবদুল মতিন, ফজলুল হক, মোরশেদ আলম, ছিদিদ্ক, মিজান, কামরুল কানন, মোফাজল হোসেন টিপু, সাইফুল ইসলাম রাসেল, রিফাত মিজা, ফখরুদ্দিন, খন্দকার নিজাম উদ্দিন, রফিকুল ইসলাম সুমুন,  কামরুল ইসলাম, রেজাউল হক, সানাউল্যা, মোতাহেরে হোসেন কিরন, আবু তাহের খোকন, সাইফুল ইসলাম, আজিজ আহম্মেদ, নাসির উদিন মিরাজ, হোসাইন আহম্মদ, মনির হোসেন সজিব, মাসুদ আলম বেলালসহ বিভিন্ন জেলা উপজেলার বিভিন্ন  প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ প্রমুখ।

আলোচনা সভা শেষে র‍্যালি চৌরাস্তার হয়ে প্রদান সড়ক প্রদর্শন করে ৭১ চত্বরে এসে শেষ হয়েছে।