পটুয়াখালীতে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় অর্ধশতাধিক দোকান ও বসতঘর পুড়ে ছাই
প্রকাশ : ০৪ মে ২০২৩, ১৩:৫৮ | অনলাইন সংস্করণ
পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীতে ভয়াবহ অগ্নিকান্ডে অগ্রণী ব্যাংকের একটি শাখার আংশিকসহ প্রায় অর্ধশতাধিক দোকান ও বসতঘর পুড়ে ভষ্মিভূত হয়েছে। বুধবার (৩ মে) সন্ধ্যায় পৌর শহরের ৩ নং ওয়ার্ডের পূরান বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
পরে ফায়ার সার্ভিসের আটটি টিম প্রায় দুই ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। এঘটনায় ফায়ার সার্ভিস ও পুলিশের ৩ কর্মীসহ মোট ৬ জন আহত হয়েছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, অগ্রনী ব্যাংক সংলগ্ন হারুন মুন্সীর তেলের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। মূহুর্তেই আগুনের লেলিহান শিকায় ভষ্মিভূত হয় অগ্রণী ব্যাংকের পূরান বাজার শাখার আংশিক, ১ টি ৫ তলা ও ১ টি ৩ তলা ভবনের আংশিক এবং অর্ধশতাধিক দোকান ও বসতঘর। পানি সংকটে আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। তবে কিভাবে আগুন লেগেছে সেটা এখনো নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।