চৌমুহনী পৌরসভার রাস্তা কর্তন, থানা-পুলিশের ঘটনাস্থল পরিদর্শন

প্রকাশ : ০৪ মে ২০২৩, ১৫:৪৪ | অনলাইন সংস্করণ

  নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী চৌমুহনী পৌরসভার ৩নং ওয়ার্ডের (আলীপুর) সালাম মেইকারের বাড়ীর সালামের নেতৃত্বে পৌরসভার রাস্তা কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করে বেগমগঞ্জ মডেল থানায় নিয়ে আসে। 

তবে এ বিষয়ে সালাম মেইকার জানান, এটা আমাদের রাস্তা আমরা কেটে ফেলেছি। তিনি আরো জানান, এখানে পৌরসভার বা মেয়রের কি? এটা থানাতে সমাধান হয়েছে। 

অপরদিকে, চৌমুহনী পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব খালেদ সাইফুল্যাহ’র নিকট জানতে চাইলে তিনি বলেন, এ রাস্তা কাউন্সিলর আব্দুল্যাহ আদরের এলাকা এবং চৌমুহনী পৌরসভাধীন জনসাধারন যাতায়াতের রাস্তা। পৌরসভা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোন ভাবে রাস্তা কর্তন বা পরিবর্তন করা যাবে না। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।  

বেগমগঞ্জ মডেল থানার ওসি মীর জাহেদুল হক রনি জানান পৌরসভাধীন রাস্তা কাটার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। পৌরসভা ও সালাম মেইকারের যৌথ বৈঠক হবে, সমাধানের আশ্বাসে থানায় এখনো কোন মামলা হয়নি।