ঢাকা ০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে গলায় পানি আটকে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

সিরাজগঞ্জে গলায় পানি আটকে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

সিরাজগঞ্জে গলায় (খাদ্যনালী) পানি আটকে এসএসসি পরিক্ষার্থী আইয়ুব সরকারের (১৬) মৃত্যু হয়েছে। এ মর্মান্তিক ঘটনা ঘটেছে কাজিপুর উপজেলার বিয়াড়া গ্রামে। সে ওই গ্রামের মৃত বাহাদুর সরকারের ছেলে এবং শ্যামপুর মাধ্যমিক ভোকেশনাল ইনস্টিটিউটের এসএসসি (সমমান) পরিক্ষার্থী ছিল। কাজিপুর থানার ওসি শ্যামল কুমার দত্ত এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উক্ত পরিক্ষার্থী বুধবার (৩ মে) সকালে ভাত খাওয়ার পর পানি পান করছিল। এসময় তার খাদ্যনালীতে পানি আটকে যায় এবং সে গুরুতর অসুস্থা হয়ে পড়ে। পরিবারের লোকজন তাকে স্থাানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং তার খাদ্যনালীতে পানি আটকে মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন চিকিৎসকেরা। ওইদিন বিকেলে জানাযা শেষে স্থানীয় কবরস্থাানে তার দাফন সম্পন্ন্ করা হয়েছে।

এদিকে, তার এ অকাল মৃত্যুতে পরিবারসহ এলাকায় এখনও শোকের মাতম চলছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।

এসএসসি,পরিক্ষার্থী,মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত