শ্রীপুরে গণপিটুনিতে একজন নিহত 

প্রকাশ : ০৪ মে ২০২৩, ২১:৪০ | অনলাইন সংস্করণ

  শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে গণপিটুনিতে সুলতান উদ্দিন নামে একজনের মৃত্যু হয়েছে। এলাকাবাসীর দাবী স্থানীয় রমিজ উদ্দিনের বাড়িতে ডাকাতি করার সময় গণপিটুনিতে সে মারা যান। গত বুধবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে উপজেলার গোসিংগা ইউনিয়নের বেড়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

বৃস্পতিবার (৪ মে) দুপুরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছেন থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন থানার (ওসি) এএফএম নাসিম।  নিহত সুলতান উদ্দিন কাপাসিয়া উপজেলার সূর্য নারায়ণপুর গ্রামের হাসু মুন্সির ছেলে। বাড়ির মালিক রমিজ উদ্দিনের দাবি তার বাড়ির সকল ঘরের দরজা বাইরে থেকে শিকল লাগিয়ে একদল ডাকাত ডাকাতির চেষ্টা চালায়। এসময় তাদেরকে প্রতিরোধ করতে গেলে তারা দেশীয় অস্ত্র দিয়ে আমাদের উপর হামলা চালায়।  এসময় ডাকাতদের হামলায় তিনজন গুরুতর আহত হয়। জনতার আওয়াজ পেয়ে তারা পালিয়ে যেতে চাইলে সুলতানকে আটকে পিটিয়েছে স্থানীয়রা। পরে গণপিটুনিতে তার মৃত্যু হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম জানান, ওই গ্রামে গভীর রাতে চোর সন্দেহে একজনকে পিটিয়ে মেরেছে জনগণ। সেখানে কোনো ডাকাতির ঘটনা ঘটেনি। তদন্তের পর বিস্তারিত জানাতে পারবো। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।