ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ঈশ্বরগঞ্জে ট্রাক উল্টে আহত ৫

ঈশ্বরগঞ্জে ট্রাক উল্টে আহত ৫

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ মহাসড়কে আচমকা উঠে এসেছিল একটা ছাগল। সেটিকে বাঁচানোর জন্য হুড়মুড়িয়ে ‘ব্রেক’ কষতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক উল্টে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ মে) আনুমানিক বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার মাইজবাগ ইউনিয়নের হারুয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ ফায়ার ষ্টেশন অফিসার দেলোয়ার হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি হারুয়া বাজারের কাছে আসতেই ট্রাকের সামনে একটি ছাগল চলে আসে। এসময় ছাগলটিকে বাচাঁতে গিয়ে উল্টে যায় ট্রাক। এতে ট্রাকের ভিতরে থাকা পাঁচজন আহত হন।

এদিকে, ট্রাক উল্টে যাওয়ার ঘটনায় কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস ও থানা পুলিশসহ এলাকাবাসী উল্টে যাওয়া ট্রাকটি সরানোর কাজ শুরু করে।

ঈশ্বরগঞ্জ ফায়ার ষ্টেশন অফিসার দেলোয়ার হোসেন জানান, একটি ছাগল বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। পাঁচজন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এদের মধ্যে একজন গুরুতর আঘাত পেয়েছেন।

এবিষয়ে ঈশ্বরগঞ্জ ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই আমরা আমাদের টিম পাঠাই। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে।

ট্রাক,দুর্ঘটনা,আহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত