মহেশখালীতে প্যারাবনের ১০ একর জমি দখলমুক্ত করলো বন বিভাগ 

প্রকাশ : ০৫ মে ২০২৩, ১৫:১৩ | অনলাইন সংস্করণ

  কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের মহেশখালীতে প্যারাবন কেটে দখলে নেয়া আনুমানিক ১০ একর জমি অভিযান চালিয়ে দখলমুক্ত করেছে চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগ। চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবদুর রহমান ও সহকারী বন সংরক্ষক শেখ আবুল কালাম আজাদের নেতৃত্বে  বৃহস্পতিবার (৪ মে) সকাল ৮ থেকে ১১টা পর্যন্ত টানা ৩ ঘণ্টা এ অভিযান চালানো হয়। 

বন বিভাগ সূত্র জানায়, চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের চরণদ্বীপ রেঞ্জের আওতাধীন শাপলাপুর জেমঘাট কাটাবুনিয়া মৌজায় স্থানীয় ভূমিদস্যু আব্দুস ছালাম মেম্বার ও আক্কাসের নেতৃত্বে একটি সিন্ডিকেট প্যারাবনের বৃক্ষ নিধন করে খননযন্ত্র (স্ক্যাবেটর) দিয়ে মাটি কেটে ক্ষতিসাধন করে চিংড়ির ঘের তৈরি করার চেষ্টা চালাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগ তা জানতে পেরে অভিযান পরিচালনা করে।  

চরনদ্বীপ ও গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব আলী বলেন, আমরা খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে বাঁধ কেটে চিংড়ি ঘের দখলমুক্ত করি। এ ঘটনায় স্থানীয় মেম্বার আব্দুস ছালাম ও আক্কাছসহ একটি সিন্ডিকেট জড়িত রয়েছে বলে প্রাথমিকভাবে তদন্তে সত্যতা পেয়েছি। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।