সিরাজগঞ্জে দু'টি বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

প্রকাশ : ০৫ মে ২০২৩, ১৬:৪৬ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলষ্টেশন এলাকায় মালবাহী ট্রেনের দু'টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তর, দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী (সিরাজগঞ্জ) আহসানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, শুক্রবার (৫ মে) দুপুর ২টার দিকে ঢাকাগামী একটি মালবাহী ট্রেন ওই রেলওয়ে স্টেশন এলাকায় অবস্থান করে। এ ট্রেনে সান্টিং করার সময় ২টি বগি লাইনচ্যুত হয়ে যায়। এ কারণে ঢাকার সাথে উত্তর, দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। লাইনচ্যুত ওই দুটি বগি উদ্ধারের কাজ চলছে এবং ৪/৫ ঘন্টার মধ্যেই এ অঞ্চলে পুনঃরায় রেলযোগাযোগ স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। 

এ বিষয়ে সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি মাহবুবুর রহমান সরকার বলেন, বগি দুটির উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।