ঢাকা ০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে দু'টি বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

সিরাজগঞ্জে দু'টি বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলষ্টেশন এলাকায় মালবাহী ট্রেনের দু'টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তর, দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী (সিরাজগঞ্জ) আহসানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, শুক্রবার (৫ মে) দুপুর ২টার দিকে ঢাকাগামী একটি মালবাহী ট্রেন ওই রেলওয়ে স্টেশন এলাকায় অবস্থান করে। এ ট্রেনে সান্টিং করার সময় ২টি বগি লাইনচ্যুত হয়ে যায়। এ কারণে ঢাকার সাথে উত্তর, দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। লাইনচ্যুত ওই দুটি বগি উদ্ধারের কাজ চলছে এবং ৪/৫ ঘন্টার মধ্যেই এ অঞ্চলে পুনঃরায় রেলযোগাযোগ স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি মাহবুবুর রহমান সরকার বলেন, বগি দুটির উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

বগি লাইনচ্যুত,রেল যোগাযোগ,বন্ধ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত