যশোরের বেনাপোলে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত আসামিসহ ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৫ মে) ভোর থেকে এই অভিযান শুরু হয়। বেনাপোল পোর্ট থানাধীন বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের বিভিন্ন এলাকা থেকে ৫ জন সাজাপ্রাপ্ত আসামীসহ সর্বমোট ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন- মৃত সমছের মোড়লের ছেলে আনোয়ার হোসেন, মৃত ইমাম বক্সের ছেলে মোঃ আব্দুল্লা, মৃত আহাদ আলীর মেয়ে মোছাঃ মিলি খাতুন (২৫), মৃত বিল্লাহ হোসেনের ছেলে ইসহাক আলী (৩৯), মৃত খবির খাঁ এর ছেলে মো. মহসীন কবির, মৃত হযরত মোল্যার ছেলে মো. অজিত মোল্যা, মৃত ইবাদত মোড়লের ছেলে মো. শাহজামাল, আঃ মান্নান এর ছেলে মো. মোসলেম উদ্দিন, হযরত আলীর ছেলে ইউনুচ আলী (২৮), মৃত লুৎফর রহমানের ছেলে আঃ হান্নান (৫০), সোহেলের স্ত্রী মোছাঃ অনন্যা খাতুন (২৫), আঃ সাত্তার এর ছেলে মো. দুদু মিয়া, মৃত নজরুল বিশ্বাসের ছেলে মো. মোমিনুর বিশ্বাস, মৃত হারুন-অর-রশিদ এর ছেলে শাহরিয়ার দিপু, নোয়াব আলীর ছেলে শাহীন খাঁ, মৃত আলী আকবর এর ছেলে মো. আমিনুর ইসলাম (নেদা), আব্দুল রাজ্জাক এর ছেলে মো. শিমুল হোসেন (২৩), আব্দুস সালাম এর ছেলে মো. আশিক (২৬)।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভুঁইয়া বলেন, বেনাপোল পোর্ট থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ জন সাজাপ্রাপ্ত আসামীসহ বিভিন্ন মামলার সর্বমোট ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সকল আসামীদের যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হবে।