ঢাকা ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

যশোরের শার্শা সীমান্তে ১২ পিস স্বর্ণের বার জব্দ 

যশোরের শার্শা সীমান্তে ১২ পিস স্বর্ণের বার জব্দ 

ভারতে পাচারকালে যশোরের শার্শা সীমান্তের গোগা গ্রামের ইছামতি নদীর পাড় থেকে এক কেজি ৪০২ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি ২১ ব্যাটালিয়ন। শুক্রবার (৫ মে) সন্ধ্যায় ২১ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল স্বর্ণের বারগুলো জব্দ করেন। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান পিএসসি ইঞ্জিনিয়ার্স জানান, সীমান্তপথে একটি স্বর্ণের চালান ভারতে পাচার হবে এমন সংবাদে বিজিবি নজরদারি বাড়ায়। একপর্যায়ে সীমান্তের গোগা গ্রামের ইছামতি নদীর পাড়ে ১৭/৭ এস এর ৪৪ আর পিলারের নিকট সন্দেহজনকভাবে একজন ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখা যায়। এ সময় ওই ব্যক্তিকে ডাক দিলে কালো কাপড় মোড়ানো একটি পোটলা ফেলে পালিয়ে ভারতের দিকে চলে যায়। পরে পোটলাটি তল্লাশি করে তার মধ্য থেকে ১ কেজি ৪০২ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বার পাওয়া যায়। যার বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। জব্দকৃত স্বর্ণের বারগুলো কাস্টমসের ট্রেজারি শাখায় জমা করা হবে বলে জানান বিজিবির অধিনায়ক।

স্বর্ণের বার,জব্দ,বিজিবি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত