ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বাউবি বিএ/বিএসএস প্রোগ্রাম এর সমন্বয়কারীর দায়িত্ব গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

বাউবি বিএ/বিএসএস প্রোগ্রাম এর সমন্বয়কারীর দায়িত্ব গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় চাঁদপুরের হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ স্টাডি সেন্টারে বাউবি বিএ/বিএসএস প্রোগ্রাম এর সমন্বয়কারীর দায়িত্ব গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ স্টাডি সেন্টার আয়োজিত শুক্রবার (৫ মে) ওই প্রতিষ্ঠানের হলরুমে অনাড়ম্বর পরিবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের উপ-আঞ্চলিক কেন্দ্রের যুগ্ম পরিচালক মোঃ ইব্রাহিম খলিল।

তিনি বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম আইন ১৯৯৩ সালে জাতীয় সংসদে পাস হওয়ার পর থেকে অদ্যবধি শিক্ষা বিস্তারে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বর্তমানে বাউবি সারাদেশে ৬৪ টি কোর্স শিক্ষা কার্যক্রম অব্যাহত রেখেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ফাতেমা আকতার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাউবি হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ স্টাডি সেন্টার এর বিএ/বিএসএস প্রোগ্রাম এর সমন্বয়কারী সহকারী অধ্যাপক মোঃ ফারুক আহাম্মদ, বাউবি হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ স্টাডি সেন্টার এর এইচএসসি প্রোগ্রাম এর সমন্বয়কারী সহকারী অধ্যাপক সুভাষ চন্দ্র আইচ ও বাউবি হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ স্টাডি সেন্টার এর প্রাক্তন সমন্বয়কারী সহকারী অধ্যাপক মোঃ মুজিবুর রহমান, সহকারী অধ্যাপক মোঃ মোক্তার আহম্মেদ ।

সঞ্চালন করেন বাংলা প্রভাষক মাহমুদুল হাসান গোপরান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রভাষক মোঃ ইউনুছ, প্রভাষক মোস্তাফিজুর রহমান, ইংরেজি প্রভাষক মোঃ হুমায়ুন কবির, প্রভাষক মোঃ মুজিবুর রহমান, প্রভাষক ফারজানা ইয়াছমিন, প্রভাষক সামিয়া রহমান ও বাউবি হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ স্টাডি সেন্টার এর অফিস প্রধান মোঃ আনোয়ার হোসেনসহ শিক্ষার্থীবৃন্দ।

বাউবি,সমন্বয়কারী,দায়িত্ব গ্রহণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত