রংপুরে ক্ষুদ্র উদ্যোক্তা ও কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশ : ০৬ মে ২০২৩, ১৬:৫১ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

ভার্মি কম্পোস্ট উৎপাদনে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি সংক্রান্ত উদ্ভাবনী ধারণা বাস্তবায়নে ক্ষুদ্র উদ্যোক্তা ও কৃষক প্রশিক্ষণ বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইন্সিটিটিউট (বিনা) উপকেন্দ্র রংপুরে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ মে) দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিনার মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম। বিনা রংপুর উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃষিবিদ ড. মোহাম্মদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা প্রশিক্ষণ অফিসার, ডিএই মো: এনামুল হক, বিনার পরিচালক (গবেষণা) ড. মো: আব্দুল মালেক, বিনার মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: আজিজুল ইসলাম। 

এসময় বক্তব্য রাখেন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মো: মাহমুদুল হাসান, কৃষিবিদ মোতাবর রহমান, কৃষিবিদ তানজিলা নাসরিন তৃণা, কৃষক মো: নুর আলম, মো: মানিক মিয়া প্রমূখ।

প্রধান অতিথি বলেন, জৈব সার ব্যবহারে ভার্মি কম্পোষ্ট এর গুরত্ব অনেক। সহজলভ্য হওয়ায় জমিতে এ সার প্রয়োগ করলে জমির উর্বর শক্তি ধরে রাখতে পারে। কৃষক ভাল ফলন পাবেন। কেঁচো সার উৎপাদনের মাধ্যমে নিজের প্রয়োজনীয়তা মেটানোর পাশাপাশি বিক্রি করে কৃষক লাভবান হচ্ছে। এ প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ৩৫ জন কৃষক-কৃষানী।