ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

কক্সবাজারে পাহাড় কাটার বিরুদ্ধে সাঁড়াশি অভিযান

কক্সবাজারে পাহাড় কাটার বিরুদ্ধে সাঁড়াশি অভিযান

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজার লিংকরোডের মহুরিপাড়া, কলাতলীর চন্দ্রিমা এলাকা এবং কলাতলী লাইটহাউজ এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে নির্মাণাধীন পাকা সীমানা প্রাচীর এবং ঘর ভেঙে উচ্ছেদ করা হয়েছে।

শনিবার (৬ মে) দুপুর থেকে বিকাল পর্যন্ত কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা, বনকর্মী এবং র‍্যাব -১৫ কক্সবাজার এর সদস্যরা উপস্থিত ছিলেন।

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া জানান, ঝিলংজার মহুরিপাড়া, চন্দ্রিমা এলাকা ও কক্সবাজার পৌরসভার লাইটহাউজ এলাকায় বন বিভাগের রক্ষিত বনভূমির পাহাড় কেটে স্থাপনা নির্মাণ করে আসছিল দখলদাররা। সেখানে নির্মাণাধীন স্থাপনা ভেঙে উচ্ছেদ করা হয়েছে। এ বিষয়ে পৃথকভাবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান কক্সবাজার দক্ষিণ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা।

কক্সবাজার,অভিযান,পাহাড়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত