নাটোরে নিরাপদ, বিষমুক্ত, পরিপক্ব, সংরক্ষণ ও গাছ থেকে আম সংগ্রহ ও বাজারজাত প্রক্রিয়া নিশ্চিত করতে আম সংগ্রহের তারিখ নির্ধারণ করে দিয়েছেন জেলা প্রশাসন।
রোববার (৭ মে) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় নিরাপদ আম, লিচু আহরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণ সংক্রান্ত এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, বাজারে নিরাপদ, বিষমুক্ত ও পরিপক্ব আম নিশ্চিতকরণে গাছ থেকে আম সংগ্রহে সময় নির্ধারণ করে দেয়া হয়েছে। যদি কোন ব্যক্তি এ সময়ের আগে আম গাছ থেকে সংগ্রহ করে তার বিরুদ্ধে ব্যস্থা গ্রহণ করা হবে।
আমে বিষাক্ত ক্যামিক্যাল ব্যবহার না করে। ওজনে কম না দেয়, পরিপক্ব হলে গাছ থেকে আম নামাতে হবে । যদি নির্ধারিত সময়ের আগে কারো বাগানে আম পেঁকে যায়। তাহলে উপজেলা
সভায় জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাসুদুর রহমান, জেলা
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল ওয়াদুদসহ কৃষি অফিসার, আম উৎপাদনকারী, বাগান মালিক ও চাষীরা উপস্থিত ছিলেন।
জেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে নাটোর জেলায় ৫ হাজার ৭৪৭ হেক্টর জমিতে আমের আবাদ করা হয়েছে। যা গত মৌসুমে ছিল ৫ হাজার ৮৫৭ হেক্টর।