সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা গ্রামের একটি চাতাল ঘর থেকে ট্রাক চালক যুবক আব্দুল মমিনের লাশ উদ্ধার করেছে পুলিশ। গ্রামবাসীর বাঁধার মুখে প্রায় ৮ ঘন্টা পর তার লাশ উদ্ধার করা হয়। সে নরিনা পূর্বপাড়া গ্রামের ইজ্জত আলীর ছেলে।
শাহজাদপুর থানার ওসি (অপারেশন) আব্দুল মজিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উক্ত আব্দুল মমিন (৩২) ওই চাতাল মালিক হাজী আব্দুল মান্নানের ট্রাক চালক ছিল দীর্ঘদিন ধরে। শনিবার বিকেলে সে ভাড়া নিয়ে বগুড়া যায় এবং গভীর রাতে ফিরে এসে ওই মালিকের চাতাল ঘরে রাতযাপন করে। রোববার সকালে এক চাতাল শ্রমিক তাকে মৃত অবস্থায় দেখতে পায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধারের চেষ্টা করে। এ সময় গ্রামবাসী দাবী করে ওই ট্রাক চালক স্ট্রোক করে মারা গেছে। এতে তার লাশ মর্গে দিতে অস্বীকার করে। অবশেষে বাঁধার মুখে প্রায় ৮ ঘন্টা পর তার লাশ উদ্ধার করে থানায় আনা হয়। সোমবার সকালে তার লাশ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।