শস্যভান্ডার খ্যাত সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঘাটিনা গ্রামের এক দরিদ্র কৃষকের জমির ধান কেটে দিয়েছেন স্থানীয় এমপি তানভীর ইমাম। এমপির স্ব উদ্যোগে মৌসূমী ইরি বোরো ধান কাটায় এলাকায় প্রশংসিত হয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার (৮ মে) সকালে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি ওই গ্রামের জহুরুল ইসলাম নামে একজন দরিদ্র কৃষকের ২৭ শতাংশ জমির ধান কেটে দিয়েছেন। এ সময় তিনি উপজেলার বিভিন্ন গ্রামঞ্চলের অসহায় ও দরিদ্র কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নের জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান।