চাঁদপুরে আঙ্গুর বলে মনেক্কা বিক্রির অভিযোগ, ৪ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড
প্রকাশ : ০৯ মে ২০২৩, ১২:৩৩ | অনলাইন সংস্করণ
শওকত আলী, চাঁদপুর
চাঁদপুরে আঙ্গুর ফল বলে ভারত থেকে আমদানীকৃত মনেক্কা নামক ফল বিক্রির প্রতারণা ও মূল্য তালিকা না থাকায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ছাড়া মুরগীর চামড়া তোলার জন্য ১০ টাকা অন্যায়ভাবে নেওয়ার কারণে মুরগী ব্যবসায়ীদের সর্তক করে দেওয়া হয়েছে।
সোমবার (৮ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত শহরের পাল বাজার ও ছায়াবানী রোডস্থ ফল মার্কেটে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক নুর হোসেন।
এসময় আঙ্গুর ফল বলে কম দামের মনেক্কা ফল বিক্রির দায়ে পাল বাজারের ফল বিতানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ৫ হাজার টাকা, মতিউরের ফলের দোকানে মূল্য তালিকা না থাকায় ২ হাজার টাকা, ছায়াবানী মোড়ের রেললাইন সংলগ্ন আঙ্গুর ফল বলে মনেক্কা বিক্রির দায়ে ও মূল্য তালিকা না থাকায় মামুন ফ্রুটসকে ৫ হাজার টাকা এবং পাশ্ববর্তী মান্নান ফল বিতানে মূল্য তালিকা না থাকায় ৫ হাজার টাকাসহ সর্বমোট ৪ ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযান শেষে সহকারি পরিচালক নুর হোসেন রুবেল জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা ও জেলা প্রশাসক চাঁদপুরের সার্বিক সহযোগিতায় আজকে এ অভিযানটি পরিচালনা করা হয়। এসময় আঙ্গুর বলে মনেক্কা ফল বেশি দামে বিক্রি ও মূল্য তালিকা না থাকায় ৪ ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করেছি।
তিনি আরো জানান, পাল বাজারে মুরগী ব্যবসায়ীগণ মুরগী জবাই করে হাত দিয়ে মুরগীর চামড়া তোলার জন্য ১০ টাকা করে নিচ্ছেন, যা অযৌক্তিক ও অযাচিত এবং ভোক্তার সাথে স্পষ্টত জুলুম। এ নিয়ে অনেকে অভিযোগ করেছেন। আজ এ বিষয়ে অভিযান চালানো হয়েছে এবং মুরগী ব্যবসায়ীগণ কথা দিয়েছেন যে আজকের পর থেকে এই অযৌক্তিক ১০ টাকা আর নিবেনা। জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।