বেনাপোলে ২০০ বোতল ফেন্সিডিল ও অবৈধ প্রসাধনীসহ গ্রেফতার ৩

প্রকাশ : ০৯ মে ২০২৩, ১৪:৪৯ | অনলাইন সংস্করণ

  বেনাপোল প্রতিনিধি

বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে সোমবার (৮ মে) বিকাল সাড়ে ৪টার সময় বেনাপোল পোর্ট থানাধীন রেজাউল মার্কেটের সামনে বেনাপোল-যশোর মহাসড়কের ফুটপাত রাস্তার উপর হতে ভারতীয় বিভিন্ন প্রসাধনী, শাড়ী, লোহার তৈরী নজেলসহ আঃ নবীছদ্দিন (৫২) কে গ্রেফতার করা হয়। এসব ভারতীয় প্রসাধনীর আনুমানিক মূল্য ৪ লাখ ৫১ হাজার ২০০ টাকা। 

গ্রেফতারকৃত নবীছদ্দিন যশোর জেলার ঝিকরগাছা থানার মাগুরা গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি বড় আচঁড়া (ফজলুর বাড়ীর ভাড়াটিয়া) গ্রামে বসবাস করতেন।  

অপরদিকে, অন্য আরেকটি পৃথক অভিযানে বেনাপোল ছোট আচঁড়া গ্রামের বেনাপোল স্থলবন্দরের ২২ নং গেট সংলগ্ন খাজা বাবা হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে পাকা রাস্তার উপর হতে রাত ১০টার সময় ২০০ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ ২ জনকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন- ইউসুফ মন্ডল (৩৬) ও মোঃ জুয়েল রানা (২০)।  

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভূইয়া বলেন, যশোর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার) পিপিএম এর নির্দেশে পৃথক অভিযান পরিচালনাকালে ২০০ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল ও ভারতীয় অবৈধ প্রসাধনীসহ ৩ জন আসামীকে গ্রেফতার করা হয়। আসামীদের বিরূদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।