ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সালেহ গ্রুপের দুই নারীসহ চারজন গ্রেফতার

সালেহ গ্রুপের দুই নারীসহ চারজন গ্রেফতার

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের সশস্ত্র ডাকাত গ্রুপের ২ শীর্ষ সন্ত্রাসী ও সহযোগি ২ নারীকে গ্রেপ্তার করেছে এপিবিএন এর ১৬ ব্যাটালিয়নের সদস্যরা। এসময় আগ্নেয়াস্ত্র ও ইয়াবা উদ্ধার হয়েছে।

মঙ্গলবার ভোরে টেকনাফের নয়াপাড়া, লেদা ও আলীখালী রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তাররা হলেন, সালেহ্ গ্রুপের শীর্ষ সন্ত্রাসী আলীখালী রোহিঙ্গা ক্যাম্পের আবদুল করিমের ছেলে ডাকাত নূর হাসান (২৪), সালমান শাহ গ্রæপের শীর্ষ সন্ত্রাসী নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের নুর আলমের ছেলে ফয়াজুল ইসলাম প্রকাশ ডাক্তাইজ্জা (২৪), সহযোগি নয়াপাড়া ক্যাম্পের শফিউল্লাহর স্ত্রী নাসিমা বেগম (৪৩), মো. আমিরের স্ত্রী নূর বেগম (৪৬)।

এসময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি ২ টি এলজি বন্দুক, ১ শত ইয়াবা উদ্ধার করা হয়।

১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূর জানিয়েছেন, ১৬ এপিবিএন এর সাইবার সেলের সহায়তায় নয়াপাড়া, লেদা ও আলীখালী ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এব্যাপারে অস্ত্র ও মাদক আইনে মামলা করে তাদের টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

কক্সবাজার,টেকনাফ,অভিযান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত