ঢাকা ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

২ দিন পর বেনাপোলে আমদানি-রফতানি শুরু 

২ দিন পর বেনাপোলে আমদানি-রফতানি শুরু 

দুই দিন পর বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে। আজ সকাল থেকে আমদানি-রফতানি শুরু হয়।

বেনাপোল বন্দর কর্তৃপক্ষের পরিচালক আব্দুল জলিল বলেন, ‘আজ সকাল থেকে পুন:রায় সচল হয়েছে আমদানি-রফতানি বাণিজ্য। বন্দরে যেসব পণ্য প্রবেশ করছে তা দ্রুত ডেলিভারি ও লোড-আনলোডের নির্দেশ দেওয়া হয়েছে। পণ্যজট কমাতে প্রয়োজনে অতিরিক্ত সময় কাজ করবে বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা।’

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, ‘ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার পেট্রাপোল থানা ও প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন উপলক্ষে বনগাঁর পেট্রাপোল বন্দরে আসেন। এ উপলক্ষে বন্দরে দুই দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ছিল। আজ সকাল থেকে পুন:রায় আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে।

বেনাপোল,আমদানি-রফতানি,শুরু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত