রসিক ৩৩ কেভি আন্ডারগ্রাউন্ড ক্যাবল স্থাপনের জন্য রুট নির্ধারণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশ : ১০ মে ২০২৩, ১৮:২৬ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুর নগরীর লালবাগ ১৩২/৩৩ কেভি গ্রীড উপকেন্দ্র থেকে কটকিপাড়া (টেক্সটাইল মোড়) ৩৩/১১ কেভি উপকেন্দ্র পর্যন্ত ৩৩ কেভি আন্ডারগ্রাউন্ড ক্যাবল স্থাপনের জন্য রুট নির্ধারণ শীর্ষক এক আলোচনা সভা মঙ্গলবার রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) হল রুমে অনুষ্ঠিত হয়।

রংপুর বিভাগ বিদ্যুৎ বিতরণ লাইন ও উপকেন্দ্র সম্প্রসারণ এবং পুর্নবাসন প্রকল্প নেসকো পিএলসি, রংপুরের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রসিক মেয়র আলহাজ্ব মো: মোস্তাফিজার রহমান মোস্তফা।

এ সময় বক্তব্য রাখেন রসিক  প্যানেল মেয়র মো: মাহাবুবার রহমান মঞ্জু, প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমীন মিঞা, নেসকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, সড়ক ও জনপদ বিভাগ রংপুরের নির্বাহী প্রকৌশলী মো: সাজেদুর রহমান, রংপুর সিটি কর্পোরেশনের সচিব মোছা: উম্মে ফাতেমা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: আসাদুজ্জামান, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: আবু তালেব সরকার, নির্বাহী প্রকৌশলী মো: আজম আলী, আনিচুজ্জামান, বিটিসিএল এর প্রতিনিধি সাব্বির আহমেদ, রেজওয়ানুল, বাংলাদেশ রেলওয়ের প্রতিনিধি শাফিকুল ইসলাম, প্রকৌশলী হোসেন মো: ইখলাস, বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিন, বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা, বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম, পিজিসিপি রংপুরের নির্বাহী প্রকৌশলী মোঃ শাহজাহান আলী ও নেসকোর উপ-বিভাগীয় প্রকৌশলী সুমন আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রকৌশলীবৃন্দ।

সভায় নেসকো কর্তৃক বাস্তবায়নাধীন “রংপুর বিভাগ বিদ্যুৎ বিতরণ লাইন ও উপকেন্দ্র সম্প্রসারণ এবং পুনর্বাসন প্রকল্প” শীর্ষক প্রকল্পের আওতায় ৩ কেভি আন্ডারগ্রাউন্ড ক্যাবল স্থাপনের রুট নির্বারণ সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়। আলোচনার মধ্যে ছিলো প্রকল্পের পরিচিতি, প্রকল্পের প্রধান কার্যাবলী, ৩৩ কেভি আন্ডারগ্রাউন্ড ক্যাবল কাজের পরিচিতি, কারিগরী তথ্য, বিভিন্ন সংস্থায় আন্ডারগ্রাউন্ড ক্যাবলের ব্যবহার, আন্ডারগ্রাউন্ড ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের সুবিধা, ওভারহেড এবং আন্ডারগ্রাউন্ড লাইনের তুলনামূলক বিবরনী।