সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কাজিপুরা গ্রামে মারপিটের ঘটনায় কৃষক নজরুল ইসলাম (৫৭) নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের মৃত মোকসেদ সরকারের ছেলে।
বেলকুচি থানার ওসি আসলাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, মঙ্গলবার রাত ১১ টার দিকে একই গ্রামের জনৈক স্বজল গং নজরুলকে বেদম মারপিট করে। স্থানীয়রা তাকে রাতেই এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পুলিশ বুধবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে কি কারণে তাকে মারপিট করে খুন করা হয়েছে সে বিষয়ে এখনও জানা যায়নি। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে তিনি উল্লেখ করেন।