ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

গৌরনদীতে বিধবার বিয়ে হওয়ায় একঘরে করে রাখার অভিযোগ

গৌরনদীতে বিধবার বিয়ে হওয়ায় একঘরে করে রাখার অভিযোগ

বিধবা নারীর বিয়ে হওয়ায় একটি দিনমজুর পরিবারকে গত দুইমাস পর্যন্ত একঘরে করে রাখা হয়েছে। ফলে ওই দিনমজুর পরিবারের একমাত্র আয়ের উৎস ব্যক্তিকে এলাকার কেউ শ্রমিক হিসেবে কাজেও নিচ্ছেন না। স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তির মনগড়া এ সিদ্ধান্তে চরম মানবেতর জীবন যাপন করছেন ওই পরিবারটি।

ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের লক্ষনকাঠী গ্রামের। বুধবার (১০ মে) দুপুরে ওই গ্রামের বাসিন্দা স্বপন দাস অভিযোগ করে বলেন, গত দুইমাস পূর্বে আমার বড় ভাইয়ের বিধবা স্ত্রীর (৩৫) সাথে একই গ্রামের মালয়েশিয়া প্রবাসী গনেশ দাসের রেজিষ্ট্রি কাবিনমূলে বিয়ে হয়। বিষয়টি গনেশের পরিবার মেনে নিতে পারেনি। এ ঘটনায় আমাকে (স্বপন) দোষারোপ করে স্থানীয় হিন্দু সমাজের কতিপয় প্রভাবশালী ব্যক্তি ডেকে নিয়ে আমার পরিবারকে একঘরে করে রাখার সিদ্ধান্ত দেয়।

স্বপন দাস আরও বলেন, গত দুইমাস পর্যন্ত এলাকার কেউ আমাকে শ্রমিক হিসেবে কাজেও নিচ্ছেন না। ফলে আর্থিক সংকটে তিনি ও তার পরিবার এখন চরম মানবেতর জীবন যাপন করছেন। বিষয়টি বুধবার দুপুরে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসারকে মৌখিকভাবে জানানো হয়েছে।

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, এ বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিধবা,বিয়ে,একঘরে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত