ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম 

বীরগঞ্জে শিক্ষক-কর্মচারীদের জাতীয় করণের দাবীতে স্মারকলিপি প্রদান

বীরগঞ্জে শিক্ষক-কর্মচারীদের জাতীয় করণের দাবীতে স্মারকলিপি প্রদান

ইসলামিক ফাউণ্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পে কর্মরতদের সংগঠন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ, দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা শাখা কমিটির সভাপতি মোঃ শফিউল আজম ও সম্পাদক মাওলানা সিরাজুল ইসলামের নেতৃত্বে সংগঠনের সকল শিক্ষক এবং কর্মচারীদেরকে জাতীয়করণের জন্য উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর বুধবার (১০ মে) সকালে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

স্মারকলিপি প্রদান শেষে নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে জানান, এটি তাদের কেন্দ্রীয় কর্মসুচির অংশ।

তারা আরও বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের হাতে গঠিত ইসলামিক ফাউণ্ডেশন। জনস্বার্থে দীর্ঘদিনের সুনামধন্য প্রকল্পটিতে ৭৩ হাজার ৭'শ ৬৮টি কেন্দ্রে ২৪ লাখ ১৪ হাজার ২'শ জন শিক্ষার্থী শিক্ষাগ্রহণ করছে। তাই শিক্ষা ও মানবিক কার্যক্রমে জনগুরুত্বপূর্ণ বৃহৎ প্রকল্পে কর্মরত সকল শিক্ষক-কর্মচারীকে জাতীয় রাজস্ব খাতে স্থানান্তর করার আহবান জানানো হয়।

জাতীয়করণ,স্মারকলিপি,প্রদান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত