দুমকি থানার উপ-পুলিশ পরিদর্শক সাকায়েত হোসেনের উদ্যোগে পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সন্তোষদি গ্রামের অসহায় হতদরিদ্র জরিনা বেগম (৮০) কে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (১০ মে) বেলা সাড়ে ১১টায় এসআই সাকায়েত হোসেন জরিনা বেগমের সন্তোষদি গ্রামের নদীর পাড়ের ভাঙ্গা বসত বাড়িতে গিয়ে নগদ ২০ হাজার টাকা ঘর তোলার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় মুরাদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান সিকদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসআই সাকায়েত হোসেন বলেন, প্রায় ৬ মাস পূর্বে আমি বৃদ্ধা মহিলার মানবেতর জীবনযাপন করতে দেখে খুব মর্মাহত হই এবং আমার বন্ধু মহলে বিষয়টি জানানোর পরে আমার এক আমেরিকান প্রবাসী বন্ধু (নাম প্রকাশে অনিচ্ছুক) ২০ হাজার টাকা আর্থিক সহায়তা হিসেবে আমার কাছে পাঠায়। আমি মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান সিকদারকে সাথে নিয়ে বৃদ্ধা মহিলার ঘর তোলার জন্য স্হানীয় চৌকিদার ইব্রাহিমকে দায়িত্ব দেই।
চেয়ারম্যান বলেন, মানবিক পুলিশ কর্মকর্তা এসআই সাকায়েত হোসেনকে এমন উদ্যোগের জন্য মুরাদিয়া ইউনিয়নের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। হতদরিদ্র জরিনা বেগম ঘর তোলার জন্য টাকা পেয়ে খুব খুশি।